নোয়াখালী (নোবিপ্রবি): কর্মকর্তা-করমচারীদের কর্মবিরতি ফলে তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন।
অন্যদিকে শিক্ষকরা এখনো তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন নি।
বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, আমাদের দাবি এখনো আদায় না হলেও, উপাচার্য মহোদয়ের অনুরোধে আমরা কর্মস্থলে যোগদান করেছি।
কিন্তু দাবি আদায় না হওয়ায় কর্মকর্তা-করমচারীদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অফিসার্স অ্যাসোসিয়েশনের এই নেতা।
অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ বাহাদুর বাংলানিউজকে জানান, আমরা সন্তোষজনক ফলাফল না পাওয়ায় আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
সমাবর্তনে ব্যাপক অনিয়ম, শিক্ষকদেরকে হুমকি দেওয়ার প্রতিবাদে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে নোবিপ্রবি শিক্ষকরা। অন্যদিকে ৪দফা দাবিতে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরাও পরদিন থেকে পাল্টা কর্মবিরতি শুরু করে। এরপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত অচলাবস্তা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪