ঢাকা: সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পাসে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. দেলোয়ার হোসেন, উপ-নিবন্ধক মীর মূর্তজা আলী, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদ, বিভাগীয় শিক্ষক কিষাণু শিকদার, মনির হোসেনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে বাইশ মাইলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীরা নানা স্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন।
সারাবিশ্বে দিবসটি পালিত হলেও বাংলাদেশে এই প্রথম তা পালিত হলো। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়, ‘একসেস টু ফার্মাসিস্ট ইজ একসেস টু হেলথ’।
আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।
১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এই কারণে দিবসটিকে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪