ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
৭ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার

ঢাকা: বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর আয়োজনে প্রাণ ম্যাংগো ৭ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব ২০১৪ শুরু হচ্ছে শুক্রবার। বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ দুই দিনব্যাপী উৎসব শেষ হবে শনিবার।



শুক্রবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাব্যবস্থাপক অধ্যাপক ইফফাত আরা নারগিস, বিশিষ্ট প্রযুক্তিবিদ বিজয় বাংলা সফটওয়্যারের আবিস্কারক মোস্তফা জব্বার এবং জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও বিভিন্ন জেলার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক বিতার্কিক, শিক্ষার্থী ও সংগঠক এবারের উৎসবে অংশ নিচ্ছেন।

শনিবার বিকালে জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম।  

জাতীয় বিতর্ক উৎসবে সাবেক ও বর্তমান কৃতী বিতার্কিকদের অংশগ্রহণে সনাতনী, সংসদীয় ও বারোয়ারি বিতর্কসহ দশ ধরনের মডেল বিতর্ক প্রদর্শিত হবে। এছাড়াও থাকছে বিতর্ক আড্ডা, বিতর্ক ইতিহাস নিয়ে অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানের সমাপণী দিনে বিডিএফ’র পরবর্তী কমিটি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ডা. আবদুন নূর তুষার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।