খুলনা: শারদীয় দুর্গোৎসব ও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছুটি ঘোষণা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানে ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠান দু’টির জনসংযোগ দপ্তর পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করে।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, খুবি ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর সপ্তাহিক ছুটি শেষে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলবে এবং যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে কুয়েটের জনসংযোগ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনোজ কুমার মজুমদার বাংলানিউজকে জানান, ২৮ সেপ্টেম্বর থেকে কুয়েটের ছুটি শুরু হচ্ছে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের জরুরী শাখাসমূহ- নিরাপত্তা শাখা, প্রকৌশল শাখা (ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জরুরী প্লাম্বিং ও রিপিয়ারিং এবং জরুরী বৈদ্যুতিক মেরামত) এবং মেডিকেল সেন্টার এ ছুটির আওতাভূক্ত নয়।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪