ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
রাবিতে দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার সম্মেলনের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে জমকালো পুনর্মিলনীসহ বিভিন্ন আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস।



সকাল ৯টায় বিভাগের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এসে শেষ হয়। এরপর সকাল সাড়ে ১০টায় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারাকাত।

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

অধ্যাপক ড. আবুল বারাকাত তার ‘অর্থনীতি শাস্ত্রের বিকাশ ও নব্য-উদারবাদী মতবাদ : ‘দর্শনের দারিদ্র্য’ শীর্ষক বক্তব্যে বলেন, আমরা দায়সারা বিষয়ের মধ্যে যতদিন থাকবো ততদিন দর্শন শাস্ত্রের উন্নয়ন হবে না। দর্শন শাস্ত্রের বিকাশের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও গভীর জ্ঞানের চর্চা বাড়াতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কর্পোরেট দার্শনিক হবেন না, বেচাকেনার দার্শনিক হবেন না। আপনাদের হতে হবে বৈজ্ঞানিক ও যুক্তিবাদী দার্শনিক। তিনি আরো বলেন, যিনি বিজ্ঞানের যুক্তি বিশ্বাস করেন না তিনি আর যাই হোক দার্শনিক হতে পারবেন না।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের দ্বিতীয় মা। আপনারা দ্বিতীয় মায়ের কোলে ফিরে এসেছেন। এ দেশে দর্শন চর্চার ক্ষেত্রে যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করতে হবে। দর্শনকে আকড়ে ধরে আমাদের এগোতে হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাউন্সিল গঠন ও সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।