ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ শিক্ষক সেলিনা আক্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ শিক্ষক সেলিনা আক্তার সেলিনা আক্তার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার এ বছর (২০১৪ সালে) জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা পদক প্রদান বিষয়ক জেলা বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী; কমিটির সভাপতি জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান এ বছর সেলিনা আক্তারকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করেন।



শুক্রবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,বিদ্যালয় প্রশাসন ব্যবস্থাপনা, পাঠদানে দক্ষতা, সমাপনী পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন, সহপাঠ কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহনসহ শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য তাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।

তিনি ৮ বার রামগতি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং ৫ বার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ২০০৯ সালে তার বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়। ওই বছর শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির ক্যাটাগরিতেও তার বিদ্যালয়টি নির্বাচিত হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে ২০১০ সালে কৃতি অভীক্ষা প্রণয়নে শিক্ষক ক্যাটাগরিতে তিনি বিষয় বিশেষজ্ঞ নির্বাচিত হন।

এদিকে ২০১১ সালে ঢাকার বিএসবি ফাউন্ডেশন থেকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি অ্যাওয়ার্ড লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।