সিলেট: গুরুতর আহত ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
শুক্রবার বিকেল তিনটার দিকে তার জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়।
তিনি বাংলানিউজকে জানান, ঢাকার স্কয়ার হাসপাতালে উত্তমের শরীরে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছে। সেখানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন উত্তম।
এদিকে, উত্তম কুমার দাসের ওপর হামলার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রেখেছে শাবিপ্রবি ছাত্রলীগ। পাশাপাশি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সোমবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।
ক্যাম্পাস সূত্র জানায়, সিন্ডিকেটের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় ঈদ ও দুর্গা পূজার ছুটির আগেই ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল থেকেই তিনটি ছাত্র হল ও দুটি ছাত্রী হলের অনেক শিক্ষার্থী হল ত্যাগ করেছেন।
শাবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় আরো জানান, সিন্ডিকেটের সিদ্ধান্তে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা হল ছেড়ে চলে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে হওয়ায় এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য গণিত বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
এই কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, প্রক্টর হিমাদ্রী শেখর রায়, সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার ও গোলাম কিবরিয়া।
এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এবং সুপারিশ প্রণয়নের জন্য রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইউনুছকে আহ্বায়ক করে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে সিন্ডিকেট।
এ কমিটির অপর সদস্যরা হলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. নজরুল ইসলাম ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট মো. ফারুক উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪