রাবি: ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার থেকে ছুটি শুরু হচ্ছে। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে ১২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ১৩ অক্টোবর থেকে যথারীতি ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ১০ অক্টোবর থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম চলবে।
এদিকে, ঈদ ও পূজার ছুটি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে হবে। ১২ অক্টোবর সকাল ৯টায় হলসমূহ খুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪