ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
রাবিতে গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন ছবি: ফাইল ফটো

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লেখক সেতু আশরাফুল হকের ‘তাহারা এবং হাজার সরীসৃপ’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়রে কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ছোট গল্পের কাগজ ‘ঝুড়ি’র উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রাবন্ধিক ও রাবির বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক খন্দকার সিরাজুল হক।

বিশেষ অতিথি ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌভিক রেজা, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম (কনক), ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক প্রমুখ।

লেখক সেতু আশরাফুল ইসলাম চট্টগ্রাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। অসুস্থ হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন। তার শরীরের একমাত্র কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনের জন্য ৩২ লাখ টাকা লাগবে।

অনুষ্ঠানে গল্প গ্রন্থটি কিনে লেখকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

বইটি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের ‘গিফট কর্নারে’ এবং রাবি শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের কাছে পাওয়া যাবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।