ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বাছাই প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এমন মন্তব্যকে নাকচ করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাংলানিউজকে তিনি বলেন, আমরা মনে করি আমাদের বাছাই প্রক্রিয়া অবশ্যই ঠিক আছে।
সোমবার শিক্ষামন্ত্রীর বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলানিউজকে এসব কথা বলেন।
অন্যদিকে সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে বলেও ইঙ্গিত করেন শিক্ষামন্ত্রী।
এ ব্যাপারে আরেফিন সিদ্দিক বলেন, আমাদের কাজ শিক্ষার্থীদের জীবন গড়ে তোলা, কারও জীবন ধ্বংস করা নয়।
শিক্ষামন্ত্রীর মন্তব্যের বিষয়ে তিনি বলেন, আমি এ ব্যাপারে শুনেছি। তবে তিনি কেন এমনটি বললেন, সে ব্যাপারে তার সঙ্গে আলোচনা করে জানতে হবে।
তবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার অধিকার শিক্ষামন্ত্রীর রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, শিক্ষামন্ত্রীর মন্তব্য করার অধিকার অবশ্যই রয়েছে। তার বক্তব্যকে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় আশঙ্কাজনক হারে ফেলের হার বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ ক, খ, গ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে গড় পাসের হার ১৩.৬৯ শতাংশ।
এর মধ্যে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে ভর্তির জন্য মাত্র দুজন শিক্ষার্থী যোগ্য বলে বিবেচিত হয়। যদিও ওই বিভাগে ‘খ’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি।
এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। শিক্ষার মান নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
তারই প্রেক্ষিতে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ঢাবির বাছাই প্রক্রিয়া নিয়ে এমন মন্তব্য করেন।
বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
** ঢাবির শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী