ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৫তম বিসিএসের সিলেবাস প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
৩৫তম বিসিএসের সিলেবাস প্রকাশ

ঢাকা: ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মঙ্গলবার পিএসসির ওয়েসসাইটে (www.bpsc.gov.bd) এ সিলেবাস প্রকাশ করা হয়।


 
গত ২৩ সেপ্টেম্বর নতুন নিয়মে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, যাতে প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর এবং এক ঘণ্টার এমসিকিউ দুই ঘণ্টা নেওয়ার কথা জানানো হয়েছে।
 
পরিবর্তিত সিলেবাসে বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয়াবলী ৩০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে।
 
এছাড়া ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০ নম্বরের পরীক্ষা হবে।
 
প্রিলিমিনারির বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
এবার বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জন প্রার্থী নেওয়া হবে।
 
** ৩৫তম বিসিএস’র বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।