ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সুন্দরবন থেকে চবির অপহৃত প্রকৌশলী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৪
সুন্দরবন থেকে চবির অপহৃত প্রকৌশলী উদ্ধার

খুলনা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমানকে সুন্দরবন থেকে উদ্ধার করেছে খুলনা জেলা পুলিশ।

এ ঘটনায় শনিবার মধ্যরাতে খুলনার কয়রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে উপজেলার হড্ডা গ্রাম সংলগ্ন সুন্দরবনের ভিতর থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

এ বিষয়ে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত. ম. রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, ১ অক্টোবর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান খুলনার কয়রার একটি ম‍ৎস্য প্রকল্প পরিদর্শনের জন্য ট্রেনে করে খুলনা রেল স্টেশনে নামেন। সেখানে মৎস্য প্রকল্পের লোক পরিচয় দিয়ে অপহরণকারীরা তাকে একটি ট্রলারে অপহরণ করে সুন্দরবনের ভিতরে নিয়ে যায়।

পরে সেখানে তাকে আটক রেখে মুক্তিপণ বাবদ তার স্ত্রীর কাছে মোবাইল ফোনে কখনো ৭০ হাজার, কখনো ১ লাখ আবার কখনো ২/৩ লাখ টাকা দাবি করে তারা।

বিষয়টি খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

তাদের যৌথ অভিযানে কয়রা উপজেলার হড্ডা গ্রাম থেকে বেশ কিছু দূরে সুন্দরবনের ভিতর থেকে নির্বাহী প্রকৌশলী মাহফুজর রহমানকে উদ্ধার করা হয়।

তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরো জানান, অপহরণকারীরা ওই নির্বাহী প্রকৌশলীকে মারধর করে তার কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে নেয়। বর্তমানে আহত ওই প্রকৌশলীকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।