ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হিটাচি’র ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার শিক্ষাবৃত্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
হিটাচি’র ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার শিক্ষাবৃত্তি

ঢাকা: চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এ লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সে চারবছর মেয়াদি স্নাতক কোর্সে অধ্যয়নের জন্য তিনজন নারী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে জাপানের হিটাচি।
 
সম্প্রতি হিটাচি ও এশিয়ান ইউনির্ভাসিটি ফর ওমেনের পক্ষ থেকে এক যৌথ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন শিক্ষার্থীর টিউশন ফি, আবাসন, খাওয়া-দাওয়া, স্বাস্থ্য বীমা, বইপত্র ইত্যাদি বাবদ ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ব্যয় করবে হিটাচি। শিক্ষাগত উৎকর্ষ ও নেতৃত্ব প্রদানের ক্ষমতার বিচারে ভারতের দু'জন ও মায়ানমারের একজন নারী শিক্ষার্থীকে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
 
এ শিক্ষাবৃত্তি কার্যক্রমের মাধ্যমে হিটাচি উৎসাহী তরুণ এশীয় নারীদের সহায়তা এবং দক্ষিণ এশিয়ায় দারিদ্র, শিক্ষা ও লিঙ্গ বৈষম্যের মতো সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্য নির্ধারণ করেছে।
 
এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের হিটাচি স্কলারশিপ প্রোগ্রাম ছাড়াও কোম্পানিটি সারা বিশ্বে  যুব সমাজের জন্য বিভিন্ন শিক্ষা উদ্যোগের উন্নয়নে সহায়তা করে আসছে।
 
এ প্রোগ্রামটি ‘হিটাচি ইয়াং লিডার্স ইনেশিয়েটিভ’ শিক্ষা উদ্যোগের একটি। ১৯৯৬ সাল থেকে এ উদ্যোগের অধীনে হিটাচি বিভিন্ন দেশের শীর্ষ ২৮ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করে আসছে। এ সব শিক্ষার্থী এশিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করে থাকেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।