ঢাকা: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া ৪৩ জন শিক্ষককে পদায়ন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
অধ্যাপক পদে পদোন্নতি পেয়েও সহযোগী অধ্যাপক পদে থাকা (ইন সি টু) এবং পদায়ন না হওয়ায় অন্যরাও পদোন্নতি পাচ্ছিল না।
এই ৪৩ জনের ইন সি টু বাতিল করে তাদের পদায়ন করা হলো। এতে সহযোগী পদের নিচে কর্মরত শিক্ষকদের পদোন্নতি আরো সহজ হবে।
পদায়নকৃতদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এতে আরো ৪৩ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া যাবে।
এদিকে মন্ত্রণালয় শিক্ষা ক্যাডারে বিভিন্ন পদে আরো পদোন্নতির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অধ্যাপক পদে প্রায় সাড়ে তিন শ’ জনকে পদোন্নতি দেওয়া হবে। দ্রুতই তালিকা চূড়ান্ত করে পদোন্নতির বিষয়ে আদেশ জারি করা হবে।
পরবর্তীতে সহকারী ও সহযোগী অধ্যাপক পদে আরো পদোন্নতি আসবে।
এরআগে গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) পদোন্নতির যোগ্যদের একটি তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪, আপডেট ০০৪৬