ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুস্কৃতকারীরা ক্ষমা পাবে না: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
দুস্কৃতকারীরা ক্ষমা পাবে না: শিক্ষামন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস যারা পুড়িয়েছে তাদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আইনিভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



মঙ্গলবার দুপুরে ভস্মীভূত হওয়া এমসি কলেজ ছাত্রাবাসের ১ম ও ২য় ব্লকের পুনঃনির্মাণ কাজ শেষে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দুস্কৃতকারীরা এমন ঘৃণ্য অপকর্ম করেছে যে, তাদের ক্ষমা করা হবে না। এ ব্যাপারে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আমরা এখানে কয়েক তলা বিল্ডিং করতে পারতাম। আরো আধুনিকায়ন করতে পারতাম। কিন্তু নিজে কলেজের প্রাক্তণ ছাত্র হিসেবে এ অঞ্চলের মানুষের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাতেই পুরনো আদলেই ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। ঐতিহ্যবাহী ছাত্রাবাসকে পুরাতন রূপ ফিরিয়ে দিতে পেরে নিজেও আনন্দিত বলে জানান শিক্ষামন্ত্রী।

কয়েক বছর আগেও দেশের শিক্ষার মান নিম্নমানের ছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত ৫ বছরে শিক্ষার মান অনেক বেড়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষাকে ডিজিটালাইজড করা হচ্ছে। সে লক্ষ্যে ইতিমধ্যেই ২০ হাজার ৫শ ডিজিটাল ক্লাসরুম গড়ে তোলা হয়েছে। আরো প্রায় সাড়ে ৩ হাজার বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে।

সম্প্রতি জাতিসংঘে শিক্ষা খাতে উন্নয়নের জন্য ১০টি রাষ্ট্র প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম।

ছাত্রবাস উদ্বোধন শেষে মন্ত্রী পুরনো আদলে নির্মিত ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।