জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পূজা ও ঈদের দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
এরআগে, গত ৯ অক্টোবর খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। আর ১২ অক্টোবর রোববার থেকে শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।
দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস খোলার প্রথমদিনই বিভিন্ন বিভাগের ক্লাশ-পরীক্ষা শুরু হয়েছে।
দুর্গাপূজা, ঈদ-উল-আজহা ও লক্ষ্মী পূজা উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ক্লাশ ও ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ ছিল।
এছাড়াও এ ছুটিকালীন সময়ে ৩ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪