ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে ১৬ অক্টোবর দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে 'আই. ই.ই.ই ডে-২০১৪'।
ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের (আই.ই.ই.ই) আইইউবি স্টুডেন্ট শাখা, উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এবং আই.ই.ই.ই বাংলাদেশ শাখার উদ্যোগে এই বিশেষ দিনটি নানা কর্মসূচির মাধ্যমে আয়োজিত হবে।
শিক্ষার্থীদের প্রকৌশল বিষয়ে আগ্রহী করে তোলার লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচী আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
১৬ অক্টোবর র্যালির মাধ্যমে শুরু হবে এ উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর শিক্ষার্থীদের তৈরি হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রকল্প প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠিত হবে সেমিনার, টেকনিক্যাল টক। মেধা যাচাইয়ের জন্য থাকবে কুইজ প্রতিযোগিতা।
আয়োজকরা জানিয়েছেন, ১৬ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ওমর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আই.ই.ই.ই বাংলাদেশ শাখার প্রধান অধ্যাপক প্রাণ কানাই সাহা।
দিনব্যাপী এ আয়োজন বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪