কুমিল্লা (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত আবেদনের সময়সীমা ১৫ থেকে বাড়িয়ে ২৫ আক্টোবর পর্যন্ত করা হয়েছে।
সেই সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে পূর্ব নির্ধারিত ১২ এবং ১৩ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ও ১৮ ডিসেম্বর করা হয়েছে।
ভর্তি আবেদন দিন-রাত যে কোনো সময়, এমনকি বন্ধের দিনও টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৭টি বিভাগে ১১০টি আসন বাড়িয়ে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি।
ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকায় জানান হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪