রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
এবার বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে ৭২৫ আসনের বিপরীতে ৫ হাজার ১৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন ভবনে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ‘খ’ গ্রুপের (আর্কিটেকচার বিভাগ) প্রার্থীদের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র আরো জানায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যোগ্য প্রার্থীদের তালিকা প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে ((www.ruet.ac.bd) প্রকাশ করা হয়েছে।
এদিকে, পরীক্ষা হলে ভর্তি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রোনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪