ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের স্থগিত পরীক্ষা ৯ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের স্থগিত পরীক্ষা ৯ নভেম্বর

ঢাকা: হরতালের কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ২২ সেপ্টেম্বরের প্রথমবর্ষ অনার্স পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ নভেম্বর (রোববার) সকাল ৯টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।



পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।
 
২১ সেপ্টেম্বর ওই পরীক্ষা হওয়ার কথা থাকলেও আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় ‘আমৃত্যু কারাদণ্ড’-এর প্রতিবাদে হরতালে তা পিছিয়ে ২২ সেপ্টেম্বর নেওয়ার কথা ছিল।
 
কিন্তু বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। পরে পরীক্ষাটি স্থগিত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।