ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রথম বারের মতো পরীক্ষা চলাকালে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রশাসনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবে ভ্রাম্যমাণ আদালত।

আরো জানানো হয়, পরীক্ষার হলে পরীক্ষার্থীরা মোবাইলসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন ঘড়ি, ক্যালকুলেটর, হেডফোন) ব্যবহার করতে পারবে না।

পরীক্ষার হলে শিক্ষার্থীরা কাপড় বা অন্য কোনোভাবে কান ঢেকে রাখতে পারবে না। নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৮টি অনুষদের ৫০টি বিভাগের অধীনে তিন হাজার ৮২৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৬ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শেষ হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, জনসংযোগ দফতরের প্রশাসন ইলিয়াছ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।