ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেরপুর কলেজের ৫০ বছর পূর্তি উৎসবের প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
শেরপুর কলেজের ৫০ বছর পূর্তি উৎসবের প্রস্তুতি

শেরপুর: শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ৫০ বছর পূর্তি উৎসব পালনের প্রস্তুতি চলছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের লক্ষে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।

 

প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আতিউর রহমান আতিক। এ সময় কলেজ অধ্যক্ষ ড. এ কে এম রিয়াজুল হাসান স্বাগত বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম হিরু, সদর উপজেলা চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান বাইজিদ হাসানসহ কলেজের সাবেক ভিপি, জিএস ও কর্মকতারা উপস্থিত ছিলেন।

১৯৬৪ সালে শেরপুর কলেজ প্রতিষ্ঠা লাভ করে। কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে তাই সব ধরনের প্রস্তুত শুরু হয়েছে।

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ২০১৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শেরপুর সরকারি কলেজের ৫০ বৎসর পূর্তি উৎসব উদ্বোধনে সম্মতি দিয়েছেন।

উৎসবে অংশ্রগহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এজন্য প্রাক্তন শিক্ষার্থীদের এক হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

রেজিস্ট্রেশনের সুবিধার জন্য খোলা হয়েছে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের ঠিকানা:  www.50yearssherpurcollege.com

বর্তমানে কলেজটিতে ইন্টারমিডিয়েট-ডিগ্রিসহ ১৭টি বিষয়ে অনার্স ও দুটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ৫০ বছর পূর্তি উৎসব জাঁকজমকভাবে উদযাপিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।