ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণ রোববার থেকে শুরু হবে।
কলা অনুষদের ডিনের কার্যালয়ে (রুম নং ১০০১) প্রতিদিন মেধা তালিকার প্রথম দিক থেকে ৫০০ করে শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
সাক্ষাৎকার গ্রহণের সময় শিক্ষার্থীদের যা কিছু সঙ্গে রাখতে হবে- ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণ করা বিস্তারিত ফরমের কপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূলনম্বর পত্র ও তার ফটোকপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন পত্র ও তার ফটোকপি, ২ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি।
যে সব বিভাগের আসন বৃহস্পতিবারের মধ্যে পূর্ণ হবে না সে সব বিভাগের সাক্ষাৎকার গ্রহণের পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪