ঢাকা বিশ্ববিদ্যালয়: “আমাকে রেখ না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্রবীণা” স্নোগানকে ধারণ করে, নারী নির্যাতন প্রতিরোধ, নারী অধিকার রক্ষা তথা পশ্চাৎপদ নারী সমাজের মুক্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হল সংবৃতা আবৃত্তি প্রযোজনার মঞ্চায়ন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন সেচ্ছাসেবী আবৃত্তি সংগঠন সংবৃতা এ আবৃত্তি অনুষ্ঠানটির আয়োজন করে।
লাবণ্য শিল্পীর গ্রন্থনা এবং নির্দেশনায় ‘অনশ্বর বীরাঙ্গনা’ নামের এই আবৃত্তি অনুষ্ঠানটিতে নারী অধিকার নিয়ে বিভিন্ন কবির রচিত ২২টি কবিতা উপস্থাপন করা হয়।
এর মধ্যে ছিল, সুবোধ সরকারের শাড়ী, তসলিমা নাসরিনের নারী, নির্মলেন্দু গুণের লজ্জা, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা ও সবলা, সব্যসাচী দেবের কৃষ্ণা, সুফিয়া কামালের অমৃতকন্যা, মল্লিকা সেনগুপ্তের তিনকন্যা রিলোডেডসহ বেশ কয়েকটি কবিতার একক ও দলীয় আবৃত্তি পরিবেশনা।
পরিবেশনায় ছিলেন, সামসুজ্জামান বাবু, নাসির উদ্দিন পিটু, লাবন্য শীল্পী, হ্যাপী আক্তার, মোগনেউজ্জামান প্রিন্সসহ সংবৃতার আবৃত্তি শীল্পীরা।
সংবৃতার সভাপতি এ কে এম শামছুদ্দোহা বলেন, ‘আবৃত্তি শুধুমাত্র বিনোদন কিংবা শখের বিষয় নয় বরং সামাজিক পরিবর্তনের জন্য শক্তিশালী মাধ্যম। আমাদের এই প্রযোজনাটি মূলত সকল প্রকার নারী নির্যাতন বন্ধ করতে জনসচেতনতা সৃষ্টির জন্য একটি প্রয়াস’।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪