ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও প্রশিক্ষণ বাধ্যতামূলক

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও প্রশিক্ষণ বাধ্যতামূলক

ঢাকা: পাঠদানে দক্ষতা বৃদ্ধিসহ কোর্স কারিকুলামে আধুনিকায়নে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য একটি একাডেমি করার উদ্যোগ নিচ্ছে সরকার।

একাডেমি করার পর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের জন্য পৃথক প্রশিক্ষণ ব্যবস্থা থাকলেও উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেই।   

তবে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়। সীমিত পরিসরে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রশিক্ষণ নেন।

জিটিআই’র পরিচালক ড. মাসুমা হাবিব বাংলানিউজকে বলেন, এখানে শিক্ষকদের টিচিং প্রশিক্ষণ, ডাটা ম্যানেজমেন্ট, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়।  

এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেয়া শিক্ষকরা দেশে-বিদেশে ভাল করছে জানিয়ে তিনি বলেন, গুণগত মান উন্নয়ন করতে হলে অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যেমন প্রশিক্ষণ বাধ্যতামূলক নয়, তেমনি প্রশিক্ষণ থেকেও বঞ্চিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

সাম্প্রতিক সময়ে পাবলিক পরীক্ষায় পাসের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠার পর বিভিন্ন পদক্ষেপের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের চিন্তা করছে সরকার।  

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলানিউজকে বলেন, কলেজ শিক্ষকদের বিএড, এমএড’র মত প্রশিক্ষণ থাকলেও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রশিক্ষণের কোনো সুযোগ পায় না। শিক্ষার্থীদের কীভাবে শেখাবে তা- অনেকেই জানে না। এ অবস্থায় একটি স্বতন্ত্র একাডেমি করার চিন্তা-ভাবনা শুরু হয়েছে। এক্ষেত্রে ময়মনসিংহের গ্রাজুয়েট
ট্রেনিং ইনস্টিটিউটের আদলে একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান করা হবে। কিংবা গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে রূপ দেওয়া হবে।

এছাড়া ‘টিচার এডুকেশন অ্যান্ড টিচার ট্রেনিং’ নামে একাডেমিও তৈরি করা হতে পারে বলে জানান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ব্যাপারে শিক্ষাসচিব নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার পদ্ধতি তথা মানোন্নয়নের জন্য একাডেমি করা হবে। এতে শিক্ষকদের দক্ষতা বাড়বে। তারা আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।