ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি সিরাজগঞ্জের রাজিবপুর দাখিল মাদ্রাসার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি সিরাজগঞ্জের রাজিবপুর দাখিল মাদ্রাসার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওবঞ্চিত প্রতিষ্ঠান হয়েও সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার রাজিবপুর দাখিল মাদ্রাসা।

উপজেলা সদরের মধ্যে পরপর ৩ বছর ভাল ফলাফল অর্জন করায় প্রতিষ্ঠানটি উদ্দীপনা পুরস্কার হিসেবে সরকার থেকে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছে।

সেই সঙ্গে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি সনদ। পুরস্কার আর সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি মেলায় আনন্দের জোয়ার বইছে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে।

গত বুধবার মাদ্রাসা সুপার মাওলানা আবু লাইসের হাতে পুরস্কারের চেক তুলে দেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এলিজা বেগম।

মাদ্রাসা সুপার বাংলানিউজকে বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকরা নিবিড়ভাবে শিক্ষাদান করে আসছেন। পরীক্ষার ফলাফল, প্রতিটি ক্লাসে পর্যাপ্ত ছাত্র-ছাত্রীসহ সার্বিক বিবেচনায় আমরা গত মহাজোট সরকারের আমলে এমপিও’র জন্য মনোনীত হই। প্রয়োজনীয় কার্যাদি সম্পন্নসহ শিক্ষকরা বেতনের জন্য ব্যাংক একাউন্টও খোলেন।

কিন্তু শেষ সময়ে আমাদের এমপিওবঞ্চিত করা হয়। তারপরও শিক্ষকরা খেয়ে-না খেয়ে নিদারুন কষ্টে পাঠদান করে যাচ্ছেন। এমপিও না মিললেও ভাল প্রতিষ্ঠানের স্বীকৃতি মেলায় আমরা খুশী। আশা করি সরকার সার্বিক বিবেচনায় আমাদের এমপিওভুক্ত করবেন।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি মেলায় প্রতিষ্ঠাতা হিসেবে আমার খুব ভাল লাগছে। এমপিওভুক্ত হলে আরও বেশি ভাল লাগবে। শিক্ষা মান আরও উন্নত হবে।

ছাত্র-ছাত্রী অধিক বিবেচনায় একটি একাডেমিক ভবন নির্মাণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও অনুরোধ জানান তিনি।

এদিকে সারাদেশের মতো আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে সেরা প্রতিষ্ঠানের সনদ রাজিবপুর মাদ্রাসার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের(সেকায়েপ)সারা দেশের প্রতিটি উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ সদরের ‍আর দুটি প্রতিষ্ঠান হচ্ছে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ ও রানীগ্রাম আদর্শ গার্লস স্কুল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।