ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭৯ ভাগ ফেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭৯ ভাগ ফেল

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের  প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় মাত্র ২১.২৫ ভাগ শিক্ষর্থী পাস করেছে।

বাকী ৭৮.৭৫ ভাগ শিক্ষার্থী ফেল করেছে।

রোববার সন্ধ্যা সোয়া ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুনর রশীদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, এবার বিশ্ববিদ্যালয়ে মোট পাসের হার ২১.২৫ ভাগ। বিশ্ববিদ্যালয়ে ৪টি ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৩শ। যার মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৩৭২জন এবং ২৮ হাজার ২৮৩ জন পরীক্ষায় উপস্থিতির মাধ্যমে এর হার ছিল ৮৭.৩৭ ভাগ।

পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৫০৫ আসনের বিপরীতে ১ হাজার ৩০১জন উর্ত্তীর্ণ হয়েছেন, ‘খ’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ৮৫১জন, ‘গ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ১হাজার ৩৩৬ এবং ‘ঘ’ ইউনিটে ২৩৫ আসনের বিপরীতে ২ হাজার ৫২৩জন উর্ত্তীর্ণ হয়েছেন।

ভিসি বিগত বছরের ফলাফলে পরিসংখ্যানের বিষয়ে বলেন, তুলনামূলকভাবে বিগত বছরগুলোর চেয়ে দিনে দিনে পূরো ভর্তি কার্যক্রম ও শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ উন্নতি করছে।

শিক্ষাবোর্ডের দিক দিয়ে বরিশাল বোর্ডে ১ হাজার ৯৫ জন উর্ত্তীর্ণ হয়ে ১ম স্থান, যশোর বোর্ডে ৬৯৫ জন উর্ত্তীর্ণ হয়ে ২য় স্থান ও ঢাকা বোর্ডে ৪৪৫ জন উর্ত্তীর্ণ হয়ে ৩য় স্থানে রয়েছে।

তিনি জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৭০০ আসন সংখ্যার বিপরীতে ১৭ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে পাসের হার ছিল ১০.৭৩ ভাগ। এরপরে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১১৬০ আসন সংখ্যার বিপরীতে ২৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে পাসের হার ছিল ২২.৬৭ ভাগ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের  ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত ৩ শিফটে অনুষ্ঠিত হয়। বরিশালের ১৪টি কেন্দ্রে ৩২ হাজার ৩৭২ পরিক্ষার্থী ১ হাজার ৩শ আসনে ১৮ বিষয়ে পরীক্ষা দেয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।