ঢাকা: বাংলাদেশি শিক্ষার্থীদের সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগকে আরো সহজ করে দিতে রাজধানীতে শুরু হয়েছে সুইডেন এডুকেশন উইক।
রোববার হোটেল ওয়েস্টিন ইন্টারন্যাশনালে সুইডেন দূতাবাস ও তাদের স্থানীয় স্টুডেন্ট কাউন্সেলিং সহযোগী স্টেপ লিমিটেডের উদ্যোগে এ এডুকেশন উইকের উদ্বোধন করা হয়।
এছাড়া দূতাবাসের পলিটিক্যাল ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স সেক্রেটারি মিয়া হেলেনসহ সুইডেনের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকাল থেকে শুরু হওয়া দিন ব্যাপী এ আয়োজনে উপস্থিত হয়, ঢাকার বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ের প্রায় হাজার খানেক ছাত্র-ছাত্রী। তারা সেখানে বিভিন্ন তথ্য ও ভর্তি সহায়তার জন্য ইউনিভার্সিটি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জন ফ্রিশেল তার স্বাগত বক্তব্যে সুইডেনে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ ও মান নিয়ে ধারণা দেন।
তিনি বলেন, একটি ইনোভেশান ওরিয়েন্টেড দেশ হিসেবে কর্মমূখি, প্রযুক্তি বান্ধব শিক্ষার জন্য সুইডেনই হতে পারে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের অন্যতম গন্তব্য। আর সে লক্ষে সুইডেন দূতাবাস আন্তরিকতার সঙ্গে স্কলারশিপ ও ভর্তির সহযোগিতার নিশ্চয়তা দিচ্ছে।
এ সময় রিজিওনাল কাউন্সেলিং পার্টনার প্রতিষ্ঠান স্টেপস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস বেগম বলেন, বাংলাদেশে একমাত্র আমরাই সফলতার সঙ্গে সুইডেনে পড়াশোনার সহযোগীতা করে যাচ্ছি, বাণিজ্যিক পরিকল্পনা নয় একটি উচ্চশিক্ষিত, মেধাবী আগামীই স্টেপস লিমিটেডের অঙ্গীকার।
২১ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। মেলার সব তথ্য পাওয়া যাবে, স্টেপস লিমিটেড, সাইড গ্র্যান্ড সেন্টার বাড়ি নাম্বার ৮৯ ( লেভেল ৪) রোড# ২৮ সেক্টর ৭ উত্তরা।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪