ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের ওপর হামলাকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার না হওয়ায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফলে, সোমবারও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, গত ৮ সেপ্টেম্বর ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের কক্ষে হামলা ও তাণ্ডব চালায়। এতে শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম আহত হন।
পরে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষক সমিতি। পরবর্তীতে দোষীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলমের লিখিত আশ্বাসের ফলে ওই সময় আন্দোলন স্থগিত করেন শিক্ষকেরা।
কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও এখনো ওই ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়নি এবং তদন্ত কমিটির রিপোর্ট এখনো জমা দেওয়া হয়নি।
তিনি জানান, দ্রুত তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করে দোষীদের বিচারের আওতায় আনার জন্যই রোববার দুপুর থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটের ফলে সোমবার বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস ও পরীক্ষা হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪