নোবিপ্রবি (নোয়াখালী): ক্যাম্পাসে চলমান অচলাবস্থা নিরসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন, সমাবর্তনে দেওয়া সনদে বানান ভুলের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফেইসবুকে কর্মকর্তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য বন্ধ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাখাওয়াত হোসেন, মো. সাইফ উদ্দিন, মো. জসিম উদ্দিনসহ আরো অনেকে।
বক্তারা ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারিদের আন্দোলন স্থগিতের পরও কেন একাডেমী ভবনে তালা ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ করা হল তা প্রশাসনের কাছে জানতে চান।
রোববার (১৯ অক্টোবর) কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে শিক্ষকদের বিরুদ্ধে লিফলেট বিতরণের সঙ্গে সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে মানববন্ধন করে ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এর পরিপেক্ষিতে রোববার থেকেই অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪