ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
খুবির ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এক হাজার ২৫ আসনের বিপরীতে এবার পরীক্ষার্থী প্রায় সাড়ে ৩১ হাজার।



ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মূল কেন্দ্র ও শহরের ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে উপকেন্দ্র হিসেবে নির্ধারণ করে পরীক্ষার বিস্তারিত সময়সূচি, আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রথম দিন আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত জীব বিজ্ঞান স্কুল, ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত কলা ও মানবিক স্কুল এবং একই দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুল, ১ নভেম্বর শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং একইদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্রে ০০০১-৩৬৫০ রোল নম্বর, খুলনা সিটি কর্পোরেশন উইমেন্স কলেজ উপকেন্দ্রে ৩৬৫১-৫৮০০ পর্যন্ত, রেভারেন্ড পল্স হাইস্কুল উপকেন্দ্রে ৫৮০১-৬২০৪ পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি সংক্রান্ত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd/admission এ পাওয়া যাবে।  

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে এসব তথ্য জানান।
 
বাংলাদেশ সময়:  ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।