ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফজলুল হকের পিএইচ.ডি ডিগ্রি অর্জন

Jiban Chandra Karmaker | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
ফজলুল হকের পিএইচ.ডি ডিগ্রি অর্জন অধ্যক্ষ এ. কে. এম. ফজলুল হক

ঢাকা: লক্ষীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে এ ডিগ্রি দেওয়া হয়।



তার গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইসলামী ব্যাংক সমূহের ‍অবদান মূল্যায়ন’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম মুজতবা হোসাইনের তত্ত্বাবধায়নে তিনি তার গবেষণা সম্পন্ন করেন।

একই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি কৃতিত্বের সঙ্গে বি. এ (অনার্স), এম এ এবং এম ফিল ডিগ্রি অর্জন করেন।

অধ্যক্ষ ফজলুল হকের বাবা আলহাজ মাওলানা মো. আমানত উল্যাহ একজন খ্যাতিনামা আলিম এবং মা আলহাজা নূরজাহান বেগম একজন গৃহিনী।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।