ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রংপুরে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
রংপুরে ছাত্রফ্রন্টের বিক্ষোভ ছবি: ফাইল ফটো

রংপুর: পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ক্লাসরুম, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ ও বিভিন্ন বিভাগে রশিদবিহীন টাকা আদায় বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শনিবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজে বিক্ষোভ-সমাবেশ করেছে।

সংগঠনের কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড, সহ-সভাপতি আবু সাইদ মো. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার প্রমুখ।



বক্তারা বলেন, পর্যাপ্ত শিক্ষক, ক্লাসরুম, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ ছাড়া এই সংকট নিরসন সম্ভব হবে না। তারা প্রতিবছর ভর্তি ও ফরম পূরণের সময় নামে- বেনামে রশিদবিহীন টাকা আদায় বন্ধ না হলে সাধারণ ছত্রদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।