ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈশ্বরগঞ্জে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
ঈশ্বরগঞ্জে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়েছে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষা আঠারবাড়ী ডিগ্রি কলেজ ও স্নাতক (ডিগ্রি) পরীক্ষা নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে দিতে হয়। এতে পরীক্ষার্থীরা নানামুখী দুর্ভোগে পড়ে।

শিক্ষার্থীরা আরও জানান, ২০১৫ সালের পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করে ঈশ্বরগঞ্জ মহিলা কলেজে আনার দাবিতেই এ আন্দোলন। শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পরীক্ষাকেন্দ্র দ্রুত পরিবর্তন করে এ কলেজে নিয়ে আসতে হবে।

মানববন্ধন থেকে আগামী ১০ দিনের মধ্যে এ দাবি মেনে নেওয়া না হলে সড়ক অবরোধ, মিছিল ও হরতাল কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।