ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর শামসুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

  

তিনি জানান, মঙ্গলবার বিকেলে রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd এ ফল‍াফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রকৌশল বিভাগগুলোতে ও বিইউআরপি বিভাগে ভর্তির জন্য ১ থেকে ৩৩০৭ জন প্রার্থীর তালিকা মেধাক্রম অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

এছাড়া, আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ১৪৫ জন প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর মেধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তির নিয়মাবলী রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

ভর্তির সময় বিভাগীয় সমিতির চাঁদা বাবদ চারশ’ টাকা এবং ভর্তি ফি বাবদ ১৫ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে। ভর্তির জন্য নির্ধারিত তারিখ ও অন্যান্য তথ্য প্রার্থীকে নিজ দায়িত্বে জেনে নিতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।