ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আরো দু’জনের দণ্ড

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আরো দু’জনের দণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আরো দুই পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান আলী এবং ঢাকার তেজগাঁও কলেজের নেসার আহমেদ।

নেসার আহমেদের বাড়ি নেত্রকোনার ঝিনাইগাতি উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টার ‘ই’ ইউনিটের (বিজোড়) পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের ৪২৬ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল ইমরান আলী। সে সাকিব ফেরদৌস নামের এক ভর্তিচ্ছুর পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে।

একইসময় অপর পরীক্ষার্থী নেসার আহমেদ একই পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২৮০ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল। সে আশিক রহমান নামের এক ভর্তিচ্ছুর পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। এসময় দায়িত্বরত পরিদর্শকরা বিষয়টি শনাক্ত করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।

পরে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সেখানে সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলাম তাদের অপরাধ বিচার করে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দু’জনকে এক বছরের কারাদণ্ড দেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ওই দুই পরীক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে আরেক পরীক্ষার্থীকে জালিয়াতির দায়ে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।