ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৫তম বিসিএস-এ আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
৩৫তম বিসিএস-এ আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা কলেজের গণিত বিভাগের শতাধিক শিক্ষার্থী।

বুধবার (২২ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৩৫তম বিসিএস-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ অক্টোবরের মধ্যে যাদের সম্মান পরীক্ষা শেষ হবে শুধু তারাই পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করতে পারবেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ হবে ১ নভেম্বর।

তারা বলেন, একারণে দেশের কয়েক হাজার শিক্ষার্থী ৩৫তম বিসিএসে আবেদন করতে পারবেন না। তাই ২৮ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।

একই সঙ্গে ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবসহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করবেন বলেও জানান আন্দোলনরত ছত্র-ছাত্রীরা।

ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী যাকারিয়া ইবনে ইউসুফ বাংলানিউজকে জানান, শুধু গণিত বিভাগ কেন পরীক্ষা থেকে বঞ্চিত হবে, বিষয়টি পিএসসি-কে ভেবে দেখতে বলছি।

মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ধানমণ্ডি সায়েন্স ল্যাব হয়ে ঢাকা কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৫৬, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।