ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবসে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
বিশ্ব শিক্ষক দিবসে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা

নীলফামারী: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে উন্নয়ন সহযোগী টিম ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে নীলফামারী সদরের কচুকাটা ইউএসপি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক।

শিক্ষকের জন্য বিনিয়োগ, ভবিষ্যতের বিনিয়োগ- শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএসটি এরিয়া ম্যানেজার মিজানুর রহমান।

এতে বক্তব্য রাখেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ, ইএসটি নারী ইউনিট সমন্বয়কারী তনুজা সরকার প্রমুখ।

এরপর র‌্যালি ও মানববন্ধন করেন তারা।
 
নীলফামারী সদরের বিভিন্ন স্কুলের শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।