ময়মনসিংহ: উপাচার্যের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে আবারো ধর্মঘট প্রত্যাহার করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাকনবি) শিক্ষকরা।
কালীপূজা উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রোববার (২৬ অক্টোবর) থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন বলে জানান তারা।
জাকনবি শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আগামী ২০ নভেম্বরের মধ্যে হামলা, ভাঙচুরকারী ও মদদ দাতাদের বিচার করার আশ্বাস দিয়েছেন উপাচার্য। তাই বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভায় রোববার থেকে ক্লাস-পরীক্ষায় ফিরে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনার দোষীদের শাস্তির দাবিতে এ পর্যন্ত উপাচার্যকে চতুর্থ দফা সময় দেওয়া হলো।
এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।
সোহেল রানা বলেন, দাবি পূরণ না হলে ২১ নভেম্বর থেকে প্রশাসনিক ও অ্যাকাডেমিক দায়িত্বে থাকা সব শিক্ষকরা একযোগে পদত্যাগ করবেন এবং পুনরায় ধর্মঘটের কর্মসূচি দেবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলমের কাছে জাকনবির ৩ বিভাগের এক্সপার্ট পুনর্বহালসহ বেশ কিছু দাবি জানান শিক্ষক সমিতির নেতারা। এতে ক্ষুব্ধ হন উপাচার্য। এ সময় তিনি পদত্যাগেরও হুমকি দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাকিবুল হাসান রনি’র নেতৃত্বে শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের কক্ষে হামলা ও ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা।
এঘটনায় লাগাতার ধর্মঘটের কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে উপাচার্যের আশ্বাসে শিক্ষা কার্যক্রমে ফেরেন।
কিন্তু জড়িতদের বিচারের আওতায় না আনা এবং তদন্ত রিপোর্ট জমা না দেওয়ায় ফের রোববার (১৮ অক্টোবর) থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪