ঢাকা: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে।
এদিন দেশের বিভিন্ন এলাকার ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়য়।
এবার দেশের সরকারি-বেসরকারি মিলে ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ২৯৯ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এরমধ্যে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৬৯হাজার ৪৭৭ পরীক্ষার্থী।
এই হিসেবে প্রতি আসনে ৭ জন ভর্তিচ্ছু ভর্তিযুদ্ধে লড়ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীকে ৪০ নম্বর পেতে হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪