ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘আমি হলে গেলে পরীক্ষার্থীদের ডিস্টার্ব হবে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
‘আমি হলে গেলে পরীক্ষার্থীদের ডিস্টার্ব হবে’ ছবি: রাশেদ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মন্ত্রী প্রবেশ করলে পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হবে এমন ধারণায় এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার হলে প্রবেশ করেননি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি হলে ঢুকলে আপনারাও (সাংবাদিকরা) আমার সঙ্গে প্রবেশ করবেন।

এর ফলে পরীক্ষার্থীদের ‘ডিস্টার্ব’ হবে। পরীক্ষার হলে প্রতিটি সেকেন্ডই শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মেডিকেল ও বিডিএস ভর্তি পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। পরীক্ষার হলে প্রবেশ না করে কলা ভবনের গেটেই সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  জালিয়াতি বন্ধে তিনদিন আগে থেকেই কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ভবিষ্যতে যেন কোনো ধরনের জালিয়াতির সুযোগ না পায় সেজন্য, কোচিং সেন্টারগুলোকে স্থায়ীভাবে বন্ধ করা হবে বলেও জানান তিনি।

মেডিকেল কলেজগুলোতে শিক্ষক সংকট দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী জানান, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অনেককে প্রমোশনও দেওয়া হচ্ছে।

আগামী এক বছরের মধ্যে এ সংকট দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৩টি কেন্দ্রে একযোগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের সরকারি ও বেসরকারি মোট ৮৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজের মোট ১০ হাজার ২৯৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন মোট ৬৯ হাজার ৪৭৭ জন ভর্তিচ্ছু।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।