পাবনা: সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসকে ছিনতাই ও সন্ত্রাসমুক্ত করার দাবিতে পাবনা-ঈশ্বরদী সড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ও পাশ্ববর্তী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের ছিনতাই, চাঁদাবাজি ও চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
এর প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে টায়ারে আগুন দিয়ে পাবনা-ঈশ্বরদী সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪