ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
রাবির ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বষের্র ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানান, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd ) এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নোটিশবোর্ডে এ ফল প্রাকশ করা হয়েছে।

তিনি আরো জানান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের সর্বমোট ৪২০টি আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধার ভিত্তিতে বিজ্ঞান গ্রুপ থেকে ২ হাজার ১১ জন এবং অবিজ্ঞান গ্রুপ থেকে ৫৯৬ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছে। সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্তভাবে নির্বাচিত ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ করা হবে।

প্রথম পর্যায়ে বিজ্ঞান গ্রুপের ২০১১ জনের মধ্য থেকে ১ হাজার জনের এবং অবিজ্ঞান গ্রুপের ৫৯৬ জনের মধ্যে ৩০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী অবশিষ্ট নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে দ্বিতীয় পর্যায়ে মেধাক্রম অনুসারে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ১ নভেম্বর বিজ্ঞান গ্রুপের মেধাক্রম ০১ থেকে ৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের, ২ নভেম্বর তারিখে ৪০১ থেকে ৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের, ৩ নভেম্বর তারিখে ৮০১ থেকে ১ হাজার পর্যন্ত শিক্ষার্থদের এবং ৬ নভেম্বর তারিখে অবিজ্ঞান গ্রুপের মেধাক্রম ০১ থেকে ৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে সক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদপত্র সঙ্গে আনতে হবে এবং সাক্ষাৎকারে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।