ময়মনসিংহ: রুটিন মাফিক পড়াশোনা করেছেন সায়মা জাহান। ময়মনসিংহের ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এ শিক্ষার্থী।
এ মেধাবী মনে করেন, পরিবারের পাশাপাশি ক্লাসের প্রতি অধিকতর মনোযোগ আর শিক্ষকদের আন্তরিকতা তাকে শিখিয়েছে সাফল্যের চূড়ায় পৌঁছার মন্ত্র।
ময়মনসিংহ শহরের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া অপর মেধাবী ওয়াসিকা ওয়াহাব রাফা উচ্ছ¡সিত কন্ঠে বলেন, আমার এ সাফল্যের মূলে রয়েছেন বাবা-মা আর শিক্ষকরা। পড়াশোনার ক্ষেত্রে তারা কখনো আমাকে চাপ দেননি। এ কারণে এসেছে আমার এ সাফল্য।
শহরের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত বজলুল আলম বলেন, আলোকিত বাংলাদেশ গড়ার মিছিলে একজন হবার আশা আছে। চিকিৎসক হতে চাই।
এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসা উচ্ছ¡সিত কৃতি শিক্ষার্থীদের মন্তব্য ছিল এমনই। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের টাউন হল মাঠে প্রায় ৯শ’ মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় সংবর্ধনা।
ময়মনসিংহ পৌরসভা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানে উৎসবঘন পরিবেশে শিক্ষার্থীরা সমবেতভাবে সংবর্ধনা গ্রহণ করেন। তরুণ বয়সী এ ফুল-পাখিরা সংবর্ধিত হয়ে উপলব্ধি করেন, তাদেরকে সামনে আরো ভালো করতে হবে। আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এস এম শফিকুল হায়দার মুকুল, আলমগীর মনসুর মিন্টু মেমেরিয়াল কলেজের অধ্যক্ষ নিহার রঞ্জণ রায়, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ আর মাহমুদুল হাসান ও সরকারি আনন্দমোহন কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ জিয়াউল হক।
স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব প্রমুখ।
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা অনুষ্ঠানে বলেন, উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে মেধাবী প্রজন্মই দেশকে এগিয়ে নিতে পারে। উচ্ছ¡ল এ মেধাবীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবেন। আর এ জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে জীবনের পরীক্ষার জন্য।
সভাপতির বক্তৃতায় ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, তোমাদের নতুন জ্ঞানপ্রদীপের আলোয় দেশ হয়েছে আলোকিত। নিয়ম নিষ্ঠা আর অধ্যবসায়কে গুরুত্ব দিয়ে তোমরা প্রতিভার স্বাক্ষর রেখেছ। তোমরা অপারাজেয়। তোমরা কোনো বাঁধা মানবে না। নিজেদের মেধা আর সৃষ্টিশীলতার অপূর্ব সম্মিলন ঘটিয়ে তোমরা মুছে দেবে সব ব্যর্থতা-গ্লানি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪