জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ছাত্রলীগের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলার ঘটনায় ২৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
শনিবার রাতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘৫ জনকে আজীবন, ৭ জনকে ২ বছর, ৩ জনকে ১ বছর ও বাকিদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। নামগুলো এই মুহুর্তে খেয়াল নেই। ’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিন্ডিকেট সদস্য সূত্রে জানা যায়, আজীবন বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কে. এম নুরুন নবী (বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ), সহ-সম্পাদক ইসতিয়াক আহমেদ বিজয় (রসায়ন বিভাগ), মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ (নৃবিজ্ঞান বিভাগ), ছাত্রলীগ কর্মী এখতে খায়রুজ্জামান সঞ্চয় (ইতিহাস বিভাগ), কিশোর দাশ (পদার্থ বিজ্ঞান বিভাগ)।
এছাড়া প্রাক্তন শিক্ষার্থী রাসেল মাহমুদকে (৩৭তম ব্যাচ, পদার্থ বিজ্ঞান বিভাগ) ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ও সনদপত্র বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২০ আগস্ট বুধবার রাত ৪টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ গ্রুপের নেতা-কর্মীদের হামলায় সভাপতি গ্রুপের কয়েক নেতাকর্মী আহত হয়।
এই ঘটনায় ২২ আগস্ট শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ২৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে প্রশাসন।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪