ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনা বিতর্ক একাডেমির কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
খুলনা বিতর্ক একাডেমির কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিতর্ক একাডেমির আয়োজনে প্রথম খুলনা বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার নগরীর সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন ড. শিবেন্দ্র শেখর শিকদার।

তিনি বলেন, জীবনের সবক্ষেত্রে বিতর্ক চর্চার অভিজ্ঞতা কাজে লাগে। খুলনা বিতর্ক একাডেমির এ ধারাবহিকতা অক্ষুন্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

খুলনা বিতর্ক একাডেমির সভাপতি মনোজ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলাক্স এর অধ্যক্ষ এম এ কাইয়ূম ও সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড আর. মন্ডল।

অনুষ্ঠানে বিতর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রজেক্টরে স্লাইড শো’র মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন স্বর্ণ কমল রায়, বায়েজিদুর রহমান খান, এন এ এম সারওয়ারে আখতার ও এম এম কবির আহমেদ।

কর্মশালায় খুলনার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও খুলনা বিতর্ক একাডেমির সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে “ফেসবুক কেড়ে নিচ্ছে স্কুল বুক” শীর্ষক সনাতন মডেল বিতর্ক এবং “ফিরে যাই চিঠির যুগে” শীর্ষক সংসদীয় মডেল বিতর্ক উপস্থাপিত হয়।

প্রশিক্ষণ শেষে বারোয়ারি মডেলের “আমাকে আমার মত থাকতে দাও......................” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়:  ২২২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।