ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবিতে ৯১০ আসনের বিপরীতে ৪৬,৭৬৬ পরীক্ষার্থী

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
কুবিতে ৯১০ আসনের বিপরীতে ৪৬,৭৬৬ পরীক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ১৭টি বিভাগের ৯১০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৪৬,৭৬৬ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য প্রতিযোগী ৫১ জন।



রোববার (২৬ অক্টোবর) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মালেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ইউনিটে ৩৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮২১৯ জন, বি ইউনিটে ৩৩০ আসনের বিপরীতে ১৪৭১১ জন ও সি ইউনিটে ২৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩৮৩৬ জন।

শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায় ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকায় জানানো হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.cou.ac.bd) জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।