ঢাকা: প্রথমবারের মতো দেশের আইটি গ্রাজুয়েট ও পেশাজীবীদের আন্তর্জাতিক দক্ষতা পরিমাপের জন্য ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) অনুষ্ঠিত হয়েছে।
আইটিপেকের অনুমোদনের পর প্রাতিষ্ঠানিকভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হলো।
রোববার (২৬ অক্টোবর) আইটিইই প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েটে একযোগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় আইটি পেশাদাররা সম্পূর্ণ বিনা খরচে পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা পদ্ধতি সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন, প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া, প্রকল্পের সমন্বয়ক আকিহিরো সুজি ও জাপানের ই-লানিং প্রতিষ্ঠান কেজেএস’র প্রতিনিধি দল।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪