ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ শেষ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ শেষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি(ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের ‘উন্নয়ন সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
ছয় দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ সাংবাদিকদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।



রোববার বিকেল ৫টার দিকে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এ প্রশিক্ষণ শেষ হয়।

জিটিআই‘র পরিচালক প্রফেসর ড.মাছুমা হাবিবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গবেষণার কো-অর্ডিনেটর, প্রক্টর, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের শিক্ষকসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে প্রশিক্ষণ কোর্স উপলক্ষে বাংলানিউজের বাকৃবি করেসপন্ডেন্ট মো.আশরাফুল আলমের সম্পাদনায় বাকৃবি সাংবাদিক সমিতি কর্তৃক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর (মঙ্গলবার) থেকে প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।