ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কালীগঞ্জ এম ইউ কলেজ অধ্যক্ষ বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
কালীগঞ্জ এম ইউ কলেজ অধ্যক্ষ বরখাস্ত

ঝিনাইদহ: দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন (এমইউ) ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় কলেজ পরিচালনা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এ উপলক্ষে রোববার সন্ধ্যা ৭টার দিকে মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির এক সভা কলেজের সভাপতি আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল হামিদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী, শিক্ষক প্রতিনিধি শশাংক সানা, এনামুল হক ও আশরাফ উদ্দীনসহ ১৫ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ বাণিজ্য, জাল কাগজপত্র তৈরি করে বেতন ছাড় ও কলেজের স্বার্থবিরোধী কাজের অভিযোগ ওঠে।

অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন ও উত্থাপিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মজিদ মণ্ডল এ খবরের সত্যতা নিশ্চত করে বাংলানিউজকে জানান, বিষয়টি রেজুলেশন আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করা হবে।

উল্লেখ্য, এম ইউ কলেজের অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।